,

একাত্তর সালে তাদের কী ভূমিকা ছিল তারা ভুলে গেছে: জয়নুল আবদিন ফারুক

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
দেশে নির্বাচন হবে কিন্তু তার আগে কিছু কিছু দল গোসসা, মান-অভিমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, তারা মিটিং থেকে বের হয়ে এসে উল্লেখ করে। যারা গোসসা করেছে তারা মনে হয় একাত্তর সালে তাদের কী ভূমিকা ছিলো সে কথা ভুলে গেছে। এসময় মান-অভিমান ভুলে নির্বাচনী মাঠে এসে তাদের পরীক্ষা দেয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২০ জুন) বিকেলে সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হওয়াতে নোয়াখালীর সেনবাগ বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, শেখ হাসিনা যেভাবে মৃত ব্যক্তির ভোট দেয়ার ব্যবস্থা করেছেন, কেন্দ্র দখল করেছেন, দিনের ভোট রাতে দিয়েছেন এমন ভোট তিনি চান না। তাই পদ-পদবীর কথা চিন্তা না করে আগামীতে যে যোগ্য প্রার্থী তার পক্ষে কাজ করারও অনুরোধ করেন।
তিনি আরও বলেন, সেনবাগে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু যারা বিগত আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম হামলা-মামলা মোকাবেলা করেছেন, দিনের পর দিন আদালতের বারান্দায় হাজিরা দিতে দিতে সময় পার করেছেন, সে সব ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে কোনো কমিটি তৈরি করে চাপিয়ে দিলে তা কোনো মতেই মেনে নেয়া হবে না এবং নেতা-কর্মীারও তা মেনে নেবে না।
সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারি, আবদুল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *