,

নুরুল হুদার গ্রেফতারে ‘মব’ পরিস্থিতি: সরকারের কড়া বার্তা

ডেস্ক রিপোর্টঃ
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেফতারের সময় ‘মব’ বা জনতার সংঘবদ্ধ আচরণ এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাটি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে রবিবার (২২ জুন) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়।

ফেসবুক থেকে সংগৃহীত

বিবৃতিতে বলা হয়, ‘নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেফতার করেছে। তবে এ সময় জনতার একাংশ যে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, তা সরকারের নজরে এসেছে।’

সরকার সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। দেশের প্রচলিত আইনের আওতায় বিচার কার্যক্রম পরিচালিত হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আসামির ওপর হামলা ও শারীরিক লাঞ্ছনা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী এবং এটি একটি ফৌজদারি অপরাধ। যারা ‘মব’ গঠন করে এমন সহিংস পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।’

সকল নাগরিককে সংযত আচরণ এবং সহনশীলতার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে সরকারের সঙ্গে একাত্মতা প্রদর্শনের আহ্বান জানানো হয় বিবৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *