,

সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোঃ পারভেজ মিয়া,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের সালথা উপজেলাধীন বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম বলেন, আজকে অনেক ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের বিদায় দিচ্ছি। কিন্তু তোমাদের ভবিষ্যত রঙিন করতে এ কষ্ট আমাদের মেনে নিতেই হবে। তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে আমাদের এই কলেজের সুনাম অর্জন করবে। বাংলাদেশের মুখ বিশ্বের সামনে আলোকিত করবে বলে আমি আশা রাখি।

তারিকুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার এক একটি সন্তানের মত। তাই চোখ-কান খোলা রেখে তোমরা পরীক্ষায় অংশ নিবে। এসময় পরীক্ষার্থীদের নানা রকম দিক-নির্দেশনা ও সুপরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, ইংরেজি মো. মারুফ হোসাইন, প্রভাষক সাবেরা সুলতানা মেহেদী হাসান, বিভাগদী রিজিয়া রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকরামুল হক মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *