,

উপকূল বাঁধ রক্ষায় স্থানীয়দের উদ্যোগে চর বনায়ন

মো:আল আমিন গাজী ( মুন্সিগঞ্জ ) প্রতিনিধি:উপকূলে বাঁধ রক্ষায় স্থানীয়দের উদ্যোগে চরবনায়ন কার্যক্রম শুরু হয়। ক্রমশ বনায়ন ধ্বংসের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে ।  পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্বন সংরক্ষণের জন্য যেন বায়ুমণ্ডলের কম কার্বন নিঃসরণ, জীব বৈচিত্র রক্ষা এবং বাঁধ সংরক্ষণের জন্য সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে ১ একর ৪৪ শতক জমিতে  লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর যৌথ উদ্যোগে (২৬ জুন) বৃহস্পতিবার বিকাল ৪টায় “বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।   

এই কর্মসূচির আওতায় স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে চরের পরিবেশ উপযোগী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। মূলত নদী ভাঙন প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক  মোহন কুমার মন্ডল। তিনি বলেন, “এই ধরনের বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, এখানকার মানুষের জীবিকা ও নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি জিয়াউর রহমান, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সুন্দরবন  প্রেসকালাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নেন।

স্থানীয় পন্চি রানী বলেন, আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। বেশি বেশি চরবনায়নের কারণে উপকূল রক্ষার বাঁধ সুরক্ষা থাকবে। পাশাপাশি সবুজ বনায়নের কারণে অক্সিজেন গ্রহণ করতে পারি এবং কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নিঃসরণ হয়ে থাকে।

উল্লেখ্য, লিডার্স দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *