বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর বদলগাছী উপজেলার পার আধাইপুর গ্রামবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সেই রাস্তার জন্য জমি মাপজোখ করতে গিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তির বাধার মুখে পড়েছেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে, মাপজোখের কাজ অসমাপ্ত রেখেই ঘটনাস্থল থেকে ফিরে আসতে হয়েছে।
জানা যায়, বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পার আধাইপুর গ্রামটি দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন। বর্ষাকালে এই গ্রামের মানুষদের দুর্ভোগের সীমা থাকে না। কাদা-পানিতে একাকার হয়ে যাওয়া মেঠোপথ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক এবং জরুরি রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয়।
এই সমস্যা সমাধানে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে একটি রাস্তার দাবি জানিয়ে আসছিলেন।
গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি নওগাঁর জেলা প্রশাসক রাস্তাটি নির্মাণের জন্য নির্দেশনা দেন। সেই নির্দেশনা মোতাবেক, বদলগাছী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তাবিত রাস্তার স্থান পরিদর্শনে যান এবং মাপযোগ শুরু করেন।
কিন্তু মাপযোগ শুরু করার কিছুক্ষণ পরেই স্থানীয় কয়েকজন জমির মালিক দাবি করে সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেন। তারা দাবি করেন, প্রস্তাবিত রাস্তাটি তাদের ব্যক্তিগত জমির ওপর দিয়ে যাচ্ছে এবং তাদের না জানিয়ে বা যথাযথ ক্ষতিপূরণের আশ্বাস ছাড়াই এই মাপযোগ করা হচ্ছে।
এই নিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এবং সরকারি কাজে বাধা আসায় কর্মকর্তারা মাপযোগ বন্ধ করে দেন।
রাস্তার কাজ শুরু হওয়ার খবরে গ্রামের অধিকাংশ মানুষ আনন্দিত হয়েছিলেন। কিন্তু মাপযোগের কাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা হতাশ। গ্রামের একজন প্রবীণ বাসিন্দা আফসোস করে বলেন, “এই রাস্তাটা আমাদের স্বপ্ন। কত কষ্ট করে ছেলেমেয়েরা স্কুলে যায়, অসুস্থ হলে হাসপাতালে নিতে পারি না। এখন কাজ শুরু হতে গিয়েও আটকে গেল। আমরা চাই প্রশাসন দ্রুত এই সমস্যার সমাধান করুক।”
ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন ভূমি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশেই সরকারি দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। কিন্তু কয়েকজন ব্যক্তি কাজে বাধা দেওয়ায় আমরা মাপযোগ সম্পন্ন করতে পারিনি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
এই বিষয়ে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন বলেন, ঘটনাটি তিনি অবগত হয়েছেন উভয় পক্ষের সাথে আলোচনা করে এবং আইনানুগভাবে জমির বিষয়টি সমাধান করে যত দ্রুত সম্ভব রাস্তা নির্মাণের কাজ পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
এলাকার সচেতন মহল আশা করছে, প্রশাসন দ্রুত এই জট খুলে গ্রামবাসীদের বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণে এগিয়ে আসবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply