,

সৈয়দপুর “হৃদয়ে সৈয়দপুর” সংগঠনের পক্ষ থেকে বিধবা আম্মাতোন পেলেন একটি ঘর উপহার

তানভীর হাসান,সৈয়দপুর উপজেলা প্রতিনিধিঃ সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের বিধবা আম্মাতোন বয়স আনুমানিক ৫৫ বছর, প্যারালাইসিসের ফলে হাঁটতে পারেন না, পরিবার বলতে বিধবা মেয়ে নাম লালবিবি যার বয়স ২৮ বছর তার ছোট বোন নাম নাসিমা যার বয়স ১২ বছর এবং বিধবা মেয়ের একটি প্রতিবন্ধী ছেলে যার বয়স ৮ বছর। বাসায় নেই কোন উপার্জনক্ষম পুরুষ। দুই মেয়ে মানুষের বাসায় কাজ করে কোন মতে ছোট সংসার চালায়। ছিল একটি ছোট্ট ঘর। যেটাতে কেবল ছাদ ছিল তাও আবার ফুটো, ছিলনা চারপাশে কোন রকম বেড়া কিংবা দেয়াল, কেবল পুরনো কাপড় দিয়ে কোনমতে ঢাকা ছিল বাড়ির চারপাশ। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি কিংবা শীতকালে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো পরিবারটিকে। এমন অবস্থায় বিষয়টি হৃদয়ে সৈয়দপুর সংগঠনের নজরে এলে সংগঠনের কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রুবেল ইসলাম অসহায় মহিলাটি ঘর নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। যার ফলশ্রুতিতে ৬ জুলাই ২০২৫ রোজ রবিবার হৃদয়ে সৈয়দপুর সংগঠনের সদস্যদের সহায়তায় বিধিবা আম্মাতোনের বাসা নির্মাণ করে দেওয়া হয়। সংগঠনের উপদেষ্টা এবং সদস্যদের উপস্থিতিতে বাস্তবায়নকৃত নতুন ঘরটি বিধবা আম্মাতোন এর হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য হৃদয় সৈয়দপুর সংগঠনটি তাদের স্বাবলম্বীকরণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় এভাবেই প্রতিনিয়ত অসহায় মানুষকে স্বাবলম্বীকরণ এবং পুনর্বাসন করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *