,

রামপালের সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

লায়লা সুলতানাঃ রামপালের সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে অভিভাবক সমাবেশ শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ও সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আমিনুল ইসলামের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের হলরুমে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার (২২ জুলাই) তিন দিনব্যাপী অভিভাবক সমাবেশ শুরু হয়।

সমাজসেবক ও মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার আ. আলীমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে দিকনির্দেশনামূলক প্রধান অথিতির বক্তব্য দেন সমাজসেবক চীন প্রবাসী আল মামুন হাওলাদার। বিশেষ অথিতির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, মল্লিকেরবেড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র শিউলী, বাগেরহাট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ইউনিয়ন বিএনপি নেতা হাওলাদার সাজারুল সাজু, বিএনপি নেতা শামীম হাসান পলক প্রমুখ।
এসময় মল্লিকেরবেড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মাদারদিয়া মাধ্যমিক বিদ্যালয়, গফুর মেমোরিয়াল জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রুপ করে ২৫ জন অভিভাবক ও ২৫ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষার মানোন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। এভাবে তিন দিনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মোট ৩৪৫ জন শিক্ষার্থী ও অভিভাবকের সাথে বসে আলোচনা করা হবে। শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষাকদের মাঝে সেতুবন্ধন তৈরীতে এমন সমাবেশ ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন এলাকাবাসী। আগামীতে শিক্ষার্থীদের লেখাপড়া শুধু গাতানুগতিক না হয়ে সৃজনশীল ও গণমুখী করার প্রত্যয় ব্যাক্ত করেন অনুষ্ঠানে আগত অথিতিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *