তালা প্রতিনিধিঃ
তালায় সুনাম ( সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা) কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় তালা ডাক বাংলো হল রুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সুনাম কমিটির সভাপতি সাংবাদিক ইমরান হোসেন’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা সংস্থার সাধারণ সম্পাদক জোৎনা দত্ত।
উন্নয়ন সংস্থা স্বদেশ’র সহযোগিতায় তালায় মানবাধিকার লঙ্ঘিত বিষয়ে পর্যালোচনা করা হয় এবং সংগঠনের যুবকদের দক্ষতা বৃদ্ধিতে আগামী সেপ্টেম্বরে কর্মশালার সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে নারী ও শিশু পাচার, অপহরণ রোধে জরুরী পদক্ষেপ গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং জলবদ্ধতা নিরাশনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ জয়দেব সাধু, সদস্য সুমাইয়া ইয়াসমিন স্বপ্না, হাবিবা খাতুন, আনোয়ার হোসেন, কাজী এমদাদুল বারি জীবন, কাজী ইমরান, মির্জা সজীব, সাজিন,তরিকুল ইসলাম,অভিজিৎ দত্ত প্রমুখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply