,

তালায় বিএনপি ও জামায়াতের পৃথক গণমিছিল অনুষ্ঠিত

 

ইমরান হোসেন,তালাঃতালায় গণঅভ্যুত্থান উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

করেছে উপজেলা বিএনপির। অপরদিকে জাতীয় মুক্তি বিবস উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামাত ইসলাম। 

আজ বিকালে উপজেলার আনিশা ক্লিনিকের সামনে সমাবেশ করে বিএনপি অপরদিকে মিছিল শেষে তালা ডাকবাংলোতে সমাবেশ করেছে জামাত।

বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়’র সভাপতিত্বে এসময় বিএনপি নেতা অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক মোশারফ হোসেন, এম. মফিদুল হক লিটু স.ম. ইয়াছিন উল্লাহ, মীর্জা আতিয়ার রহমান, যুবদল নেতা সাইদুর রহমান, জোয়াদ্দার ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান প্রমুখ। এসময়  বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ দলটির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীদের অংশগ্রনে এক বিশাল গণমিছিল তালা উপশহর প্রদক্ষিন করে। 

অন্যদিকে জাতীয় মুক্তি বিবস উপলক্ষে জামায়াতের উপজেলা আমীর মাওঃ মফিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও (সাতক্ষীরা-১) আসনের  সাংসদ প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ। উপজেলার সম্পাদক অধ্যাপক উদ্রিস আলীর পরিচালনায়  বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওঃ কবিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *