ডেস্ক রিপোর্টঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযানে একাধিক মামলার আসামি শামীম বন্দে ওরফে বাবুকে আটক করেছে নৌবাহিনী।
নৌবাহিনীর সূত্রে জানা যায়, আটক শামীম বন্দে খুলনার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু মঈনের ঘনিষ্ঠ অনুসারী। অভিযানকালে তার নিকট থেকে ৫ রাউন্ড দেশীয় কার্তুজ, ৮টি ছুরি, ৪টি চাপাতি, ২টি দা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
অভিযানে সোনাডাঙ্গা থানার পুলিশ সদস্যরাও অংশ নেন। পরে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নৌবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply