,

শ্যামনগরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে  সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে হানি ট্রাপার সহিদুল ইসলামের শারিরিক ও মানসিক অত্যাচার এবং তার অন্যায় দাবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট (শনিবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্যে তার দ্বিতীয় স্ত্রী শাহানারা খাতুন জানান, প্রথমে আটুলিয়ার হাওয়াল ভাঙ্গি গ্রামের আজিবর রহমানের সাথে বিবাহ হয়। সেখানের তার ৫জন কন্যা সন্তান রয়েছে। তার ছোট কন্যার বয়স যখন ৪ বছর তখন তার ১ম স্বামী মারা যায়। তার স্বামী জীবদ্দশায় একই এলাকার মৃত্যু শমসের গাইনের ছেলে সহিদুল ইসলাম গাইন (বর্তমান ৬নং ওয়ার্ডের ইউঃ পিঃসদস্য)  বাড়ীতে যাতায়াত করার সুবাদে  সংসারটি ধবংস করে দিয়েছে। সে গত ১৭/০২/২০১৯ তারিখে বিজ্ঞ নোটারী পাবলিকেরও সামাজিক ভাবে ইসলামী শরীয়াত মোতাবেক তার সাথে দ্বিতীয় বিবাহ করেন। সে তার ভরণ পোষন খরচাদি দিলেও বর্তমানে তার কোন খরচাদি না দিয়ে প্রায় মারপিট করে।  শাহনারা খাতুন আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় এম, এল এস,এস পদে চাকুরী করায় মাদ্রাসায় যাওয়ার পথে সহিদুল ও তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী  তাকে মারপিট করে। এ ছাড়া সে তাকে বলে তুই তার-টাকার মেশিন।  সেভাবে বলবো সেভাবে চলতে হবে নইলে তাকে মেরে ফেলবে, মিথ্যা মামলা দিবে, চাকুরী নষ্ট করবে, মেয়েদের সংসার নষ্ট করার হুমকী দেয়।  সে বিভিন্ন লোককে তার বাড়িতে এনে তার সহ তার অনৈতিক ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সহিদুলের অনৈতিক কাজের এ সমস্ত ভিডিও করেন গোদাড়ার সোহাগ। তাকে নিয়ে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ঐ সমস্ত ব্যাক্তিরা নির্দোস। তার ৫ জনই মেয়ের বিবাহ হয়েছে। তাদের সংসারে অশান্তি না হওয়ার জন্য সহিদুলের অন্যায় আবদার শুনতে না চাইলে সে শাহনারা কে মেরে ডান পা ভেঙ্গে দিয়েছে। সহিদুল একজন নারী লোভী। সাতক্ষীরা বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালতে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চাপ অব্যহত রেখেছে। বিভিন্ন মহিলাদের সাথে সে অনৈতিক মেলামেশা করে। আমাকে ছাড়া আরো ৩টি বিবাহ করেছে। সে সুদের ব্যবসা করে তার অত্যাচারে অনেকে এলেকা ছেড়ে অন্যত্রে পাড়ি জমিয়েছে। তার অন্যায় আবদার না শুনে  কোন মানুষকে মিথ্যা অপবাদে ফেলতে না চেয়ে শাহনারা বাঁচতে চাই। এ ছাড়া সহিদুল তার বাসায় যাতায়াতের সুবাদে রূপালী ব্যাংক নওয়াবেঁকী শাখার শাহনারার নামীয় ১৩২৪৮ নং চেকের ৩টি চেকের পৃষ্টা চুরি করে নেয়। তার মধ্যে ৯৯৪৬৫৩৯ নম্বর চেকের পৃষ্টায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা লিখে ডিজওনার করে। বর্তমানে চেকের মামলা করার হুমকি দিচ্ছে। তবে এ ঘটনায় চেকের পৃষ্টার নম্বর দিয়ে শ্যামনগর থানায় জিডি করা হয়। তাহার বিরুদ্ধে গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শ্যামনগর থানায় একাধিক অভিযোগ দিয়েও কাজ হযনি। শাহরারার ফারাজের ৫ বিঘা জমি সহিদুল জোর পুর্বক দখল করেছে। জমি দখলের কাজে শাহনারার ছোট ভাই ডাবলু বাধা দিলে তাকেও হত্যার হুমকি দেয়। আটুলিয়ার ইউনিয়ন বি,এন,পি সাবেক সভাপতি আবুল কালাম মোড়লের সাথে সহিদুল এখন বি,এন,পি করছে। আওয়ামী লীগের সাথে তার আগে সু-সম্পর্ক থাকলেও সহিদুল এখন বি,এন,পি করায় এখন বিচার পাচ্ছে না শাহনারা। সহিদুলের অত্যাচারের হাত থেকে বাঁচতে ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তার দ্বিতীয় স্ত্রী শাহনারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *