আব্দুল আহাদ,নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্চে রোপন উত্তলন এবং বিক্রয় নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা।
১৬ই আগস্ট শনিবার সন্ধ্যা ৭টার সময় শ্যামনগর উপজেলা সদরের চারা বাজারে প্রকাশ্যে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা বিক্রি হচ্ছে জানতে পেরে সরজমিনে প্রতিবেদক যেয়ে দেখেন ঘটনা সত্য প্রকাশ্যে বিক্রি হচ্চে নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি।
প্রসঙ্গত গত ১৫ই মে তারিখে “আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমনি রোপন উত্তোলন এবং বিক্রয় নিষিদ্ধ করা হলো” মর্মে প্রজ্ঞাপন জারি হয়। কারন এই আগ্রাসী গাছ গুলো মানব শরীরের জন্য ক্ষতিকর।
শ্যামনগর বাজারে প্রকাশ্যে ইউক্যালিপটাস আকাশমনি গাছের চারা বিক্রি হচ্ছে জানতে পেরে চারা বাজারের এক চারা বিক্রেতার কাছে ইউক্যালিপটাস গাছের চারা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন হ্যা আছে। তিনি প্রতিটি চারার মুল্য চান একশত টাকা। প্রতিবেদক তাকে বলেন এই চারা তো বিক্রি নিষিদ্ধ তবুও কেন এত দাম? তখন চারা বিক্রেতা বলেন এই গাছের অনেক চাহিদা মানুষ এই গাছ থেকে অনেক উপকৃত হয়। এই গাছ বড়ো হলে ঘরের চালা তৈরীর জন্য খুব ভালো টেকসই কাঠ। একারণেই সবাই এই গাছের চারা কিনে রোপণ করে। কথাগুলো খুব সবলিল ও নির্ভয়ে বলছিলো। আজ তিনি কতটা ইউক্যালিপটাস চারা বাজারে এনেছিলেন জানতে চাইলে তিনি বলেন, আমি আজ ১০০ পিচ ইউক্যালিপটাস চারা এনেছি সব বিক্রি হয়ে গেছে এই কয়টা আছে তবে বিক্রি হয়ে যাবে। আপনার নাম কি এবং এই চারা কি আপনার নার্সারি থেকে এনেছেন জানতে চাইলে তিনি বলেন, আমার নাম আমিনুর রহমান আর এই চারা কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের তপনের নার্সারি থেকে নিয়মিত ক্রয় করে নিয়ে আসি।
আরেক চারা ব্যাবসায়ীর কাছে যেয়ে দেখা যায় তার নিকট আকাশমনি গাছের চারা আছে তার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি একটু ব্যাস্ততা দেখান আর পাশের সেই চারা বিক্রেতাকে মজিদ ভাই শোনেন বলে ডাকদিলে আমিনুর রহমান নাম বলা লোকটি চলে আসেন এবং দুজন বিভিন্ন কাজে ব্যাস্ত হয়ে পড়েন প্রতিবেদকের সাথে আর কথা বলেননি।
এভাবেই চলছে প্রতি সপ্তাহে দুইদিন শনিবার ও মংগলবার শ্যামনগর উপজেলা সদরের চারা বাজারে প্রকাশ্য প্রশাসনের নাকের ডগায় দেদারসে চলছে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের চারা বিক্রয়। যেনো দেখার কেউ নেই।
এবিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আরিফুল হক প্রতিবেদককে বলেন, আমরা বিষয়টা অবগত ছিলাম না। তবে আমরা এখন থেকে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব পাশাপাশি মানুষকে সচেতন করব।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply