,

শ্যামনগর শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাবিবুল্লাহ বাহার,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে মালী বাড়ি একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সোমবার বিকেল ৪ ঘটিকায়
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মিঠু সাবেক সভাপতি আটুলিয়া ইউনিয়ন ছাত্রদল ও যুবদল ও সদ্য সাবেক আহ্বায়ক সদস্য শ্যামনগর উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রাব বাপ্পি, সাবেক সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ছাত্রদল ও সদ্য সাবেক আহ্বায়ক সদস্য শ্যামনগর উপজেলা বিএনপি, গাজী আল আমিন,আহ্বায়ক আটুলিয়া ইউনিয়ন যুবদল,
মোঃ রেজওয়ান, গাজী রায়হান কবির,আবুল কাশেম, হোসেন মাহমুদ(জনি)প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড যুবদল।

অতিথিরা বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয় এটি তরুণ সমাজকে সুষ্ঠু ও সচেতন রাখার অন্যতম উপায়। তরুণদেরকে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তাদের মানসিক শান্তি ও ইতিবাচক চিন্তার বিকাশ ঘটায় তাই তাদের সমাজে বেশি বেশি খেলাধুলা আয়োজন করতে হবে।
দিনের আকর্ষণীয় ফাইনাল খেলায় আতিফা জারা চ্যাম্পিয়ন হওয়ার গৌর উপার্জন করে এবং আছিয়া গোল্ডেন ঈগল রানার্সআপ হয়।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলার দেশ মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। স্থায়ী জনগন ও ফুটবল প্রেমীদের উপস্থিতিতে টুর্নামেন্টে প্রাণবন্ত হয়ে ওঠে।আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের মাঝে উৎসাহ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *