শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। ৯ই আগষ্ট প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে আর্ন্তজাতিক আদিবাসী দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি এবছরও উল্লেখিত তারিখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির মুল প্রতিপাদ্য বিষয় ছিল ” আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠনে কৃত্রিম বৃদ্ধমত্তার সার্থক প্রয়োগ”। বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশের বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষ দিবসটি উপলক্ষ্যে নানা আয়োজনে পালন করেছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ আগষ্ট) দিনব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন বাস্তবায়ন করেছে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস)। কর্মসূচীর মধ্যে ছিল ব্ণাঢ্য র্যালী, আলোচনা সভা এবং আদিবাসী সংস্কৃতিক অনুষ্ঠান। সাতক্ষীরার শ্যামনগরে সামস এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সামসের সভাপতি বাবু গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঊপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ। উক্ত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন কৃষ্ণপদ মুন্ডা, নির্বাহী পরিচালক, সামস্। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ্ল্ল্যুাহ কায়সার (সুমন), জেলা প্রতিনিধি দেশ টেলিভিশন, গাজী আল ইমরান, নির্বাহী পরিচালক, সিডিও, বাবু দিপংকর বিশ্বাস, প্রভাষক আতরজান মহিলা মহাবিদ্যালয়, বাবু হরিদাস হালদার, ইউপি সদস্য, মুন্সীগঞ্জ ইউনিয়ন পরষিদ, চম্পা মল্লিক, বারসিক, বাবু শান্তনু রায় কারিতাস, বাবু নির্মল টুডু, সিসিডিবি, আসাদুজ্জামান (প্রেরণা), বাবু অসিত মুন্ডা, বাবু সত্যচরন মুন্ডা, বাবু রতিকান্ত মুন্ডা, বাবু খগেন্দ্রনাথ মুন্ডা (চক প্রধান, গাবুরা, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়ন), বাবু প্রশান্ত মুন্ডা (চক প্রধান, রমজান নগর ও কৈখালী ইউনিয়ন) প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাবু রাম প্রসাদ মুন্ডা (কোঅর্ডিনেটর, সামস্)।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply