মোঃ পারভেজ মিয়া,সালথা(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ১নং রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪টার সময় রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া ফারুক মাতুব্বরের বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের, যুগ্ম আহবায়ক, মো. কামরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ মিজান খান, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক, ফরিদপুর জেলা যুবদল।
এছাড়া উক্ত অনুষ্ঠানে যুবদল নেতা বালাম হোসেন, শাফিকুল ইসলাম, মাহফুজ খান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটির সালথা উপজেলা শাখার সভাপতি মো. ইয়াসিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো.শামীম তালুকদার সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সালথা উপজেলা ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply