আব্দুল আহাদ,নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. এম মনিরুজ্জামান মনির সাতক্ষীরার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
শুক্রবার (২৯আগষ্ট) বিকালে সাতক্ষীরার সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সহ সাতক্ষীরার অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা-৪ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক ড. মো: মনিরুজ্জামান মতবিনিময় সভায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্য, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমান প্রনীত ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। আর সেই লক্ষ্যেই সাতক্ষীরার ৪টি আসনে সাংগঠনিক শক্তিবৃদ্ধিসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে কাজ করছে জেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২০০৯ সাল থেকে তিনি সাতক্ষীরা-৪ আসনে গণমানুষের জন্য নিরলস কাজ করে আসছেন, সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। তিনি আসন্ন নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে, উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং জলাবদ্ধতা-লবণাক্ততা দূরীকরনে কাজ করবেন। নির্বাচনের পর এ অঞ্চলের বেকার তরুণ-তরুণীদের ফ্রী ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের ব্যাবস্থা করে স্বাবলম্বী করার উদ্যোগ ও নেওয়া হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply