,

সুবর্ণচরে অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন আটক-২

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর সুবর্ণচর চরজব্বর ইউনিয়নে কোম্পানীগঞ্জের মোঃ রফিকুল ইসলাম কে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। হত্যাকান্ডে জড়িত ২ জন কে আটক করেছে চরজব্বর থানা পুলিশ কেমঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে সুবর্ণচরের চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে মোঃ রফিকুল ইসলাম নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করে চরজব্বর থানা পুলিশ। খোঁজ নিয়ে জানাযায় রফিকুল ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।
জানাযায়, গত ২-৩ মাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেন রফিকুল ইসলাম। সোমবার বাড়িতে দুপুরের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হয়ে যান তিনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা একাধিকবার তার ব্যবহৃত মুঠোফোনে কল করে বন্ধ পায়। পরের দিন মঙ্গলবার বেলা ৯টার দিকে সুবর্ণচর উপজেলার নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে স্থানীয় লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখে। তার গলায় গামছার দাগ ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ দেখা যায়। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ চরজব্বার ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে ফেলে অটোরিকশা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। মৃত রফিকুল ইসলামের মেয়ে মৌসুমী বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে চরজব্বর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ টি মামলা হিসাবে নথিভূক্ত করে মামলা নং ০৮ ধারা ৩০২/২০১ তাং ২৬/০৮/২০২৫ পুলিশ মামলা টি আমলে নিয়ে অধিকত্বর তদন্ত শুরু করে, চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে এস আই শরিফুল ইসলাম ও এ এস আই আরমান মজুমদারসহ র‍্যাব-১১ সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তারের জন্য মরিয়া হয়ে উঠে পুলিশ, অবশেষে ৩০ আগষ্ট রাত ২টায় চরজুবিলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের জামাল উদ্দিনের পুত্র মনির হোসেন (৩৭) একই গ্রামের মোঃ সেলিম এর পুত্র মোঃ লিটন (২৬) কে হত্যায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করতে সক্ষম হয়,আসামীরা ঘটনার শিকার উক্তিতে বলেন তারা কোমলপানীয় সাথে ঘুমের ঔষদ খাইয়ে অচেতন করে গলায় গামছা পেছিয়ে রফিকুল ইসলাম কে হত্যা করে। ছিনতায় হওয়া অটোরিকশা ও হত্যায় ব্যবহার হওয়া গামছা চরজব্বর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে,আসামীদের হত্যা মামলায় আটক করে আদালতে প্রেরন করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *