,

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামুল্যে সিজারিয়ান অপারেশন সেবা চালু।

আব্দুল আহাদ,নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বাসীর জন্য সুসংবাদ দিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান। এখন থেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পুর্ন বিনামূল্যে সপ্তাহে দুইদিন (রবি ও সোমবার) সিজার সেবা দেয়া হবে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেসথেসিয়া ডাক্তার না থাকার কারণে দীর্ঘদিন যাবত সিজারিয়ান অপারেশন বন্ধ ছিলো। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের প্রচেষ্টায় গত ২৪শে আগষ্ট হতে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিজার সেবা চালু হয়। যার চার্জ ছিলো মাত্র ১০০০ টাকা। ২সেপ্টেম্বর আজ হতে বিনামূল্যে সপ্তাহে দুই দিন রবি ও সোমবার সিজার অপারেশন করা হবে বলে শিদ্ধান্ত হয়েছে। এছাড়াও প্রতিদিন নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করা হচ্ছে বলে যানা যায়।

এ বিষয়ে হাসপাতালের ডাক্তার জিয়াউর রহমান জানান, আমাদের হাসপাতালে অ্যানেসথেসিয়া ডাঃ না থাকার কারণে দীর্ঘদিন যাবত সিজার সেবা থেকে শ্যামনগরের মানুষ বঞ্চিত ছিলো। যেকারণে আমরা বাহির হতে আনাস্তেসিয়া ডাক্তার হায়ার করে গত ২৪ আগস্ট থেকে সিজার সেবা চালু করি, তখন আমরা ১০০০ টাকা চার্জ ধার্য্য করেছিলাম। তবে আজ (২সেপ্টেম্বর) হতে সম্পূর্ণ বিনামূল্যে সপ্তাহে দুইদিন (রবিও সোমবার) এই উপজেলা সাধারণ মানুষ এই সেবা পাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আপাতত আমরা সপ্তাহে দুই দিন রবি ও সোমবার এই সিজার অপারেশনের ব্যবস্থাটি রেখেছি পরবর্তীতে এটির সময় বাড়ানোর চেষ্টা করবো। শুধু তাই নয় প্রতিদিনই আমাদের হাসপাতালে প্যাথলজিক্যাল পরিক্ষার পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফিও করা হচ্চে। আমাদের হাসপাতালে অবকাঠামোগত সমস্যা আছে পাশাপাশি ডাক্তার সংকট থাকলেও আমরা চেষ্টা করছি সাধারন মানুষকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেয়ার।

এদিকে বিনামূল্যে সিজারিয়ান অপারেশনের ঘোষণা দেয়ার পরপরই উপজেলার সমাজকর্মী সহ সর্বস্তরের মানুষ ডাঃ জিয়াউর রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *