,

মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজামানের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

আব্দুল আহাদ,নিজস্ব প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩সেপ্টেম্বর) বিকাল ৩টা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শ্যামনগর মাইক্রোবাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শ্যামনগর পৌর বিএনপি’র সদ্য সাবেক আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. এম মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদ্য সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জি এম লিয়াকত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর, সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আজম মনির, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম। এছাড়াও শ্যামনগর উপজেলা বিএনপি ও সকল অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডঃ এম মনিরুজ্জামান মনির বলেন গত ১৭ বছর আমরা ইতিহাসের এক ভয়াবহ ক্রান্তি লগ্ন পার করে এসেছি। আমরা কোনো ভাবেই আর সেই ফ্যাসিস্ট অপশক্তিকে এদেশের রাজনীতিতে প্রভাব ফেলার সুযোগ দেব না। আমরা আশাবাদী দেশ নায়ক তারেক রহমানের হাত ধরে এ দেশ পুনরায় বিনির্মাণ হবে ইনশাআল্লাহ।

আলোচনা সভা শেষে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডঃ এম মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *