,

আমেরিকায় কুরআন পোড়ানোর প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ আমেরিকায় ট্রাম্পের রিপাবলিকান দলের নেত্রী মহাগ্রন্থ আল-কুরআন প্রকাশ্যে পুড়িয়ে অবমাননার প্রতিবাদে কচুয়ার সাচার বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে।

সাচার বাজার মুসলিম তৌহিদি জনতার ব্যানারে শুক্রবার বাদ জুমা এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি সাচার বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আল আকসা মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরোবাজার প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভায় মিলিত হয়।

তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক মো. ফারুক সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শাজুলিয়া দরবার শরিফের পরিচালক ও সাচার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাহ মোহাম্মদ নুরুল্লাহ শাজুলী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাচার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা এমএ কাশেম চৌধুরী, সাচার তালুকদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. মাসুম বিল্লাহ, মাওলানা মো. নুরুল হক প্রধান, সাইফুর রহমান, তুহিবুল তালুকদার, আবুল হোসেন ভূঁইয়া, হাবিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *