মো:আল আমিন গাজী,শ্যামনগর,মুন্সিগঞ্জ প্রতিনিধি: সিসিডিবির সংস্থার বাস্তবায়নে বন বিবি তলা মির্যা পাড়ায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন হয়।
(১০ই সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বনবিবি তলা মির্জা পাড়ায় রাস্তার দুই পাশে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম ও সামাজিক বন বিভাগের প্লান্টেশন অফিসার মোহাম্মদ পিরামিন ইসহাক । গাছের প্রজাতির মধ্যে ছিল কদবেল, রেন্ট্রি, মেহগনি, লম্বু ,জাম, ও বাদাম। উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মাহতাব উদ্দিন সরদার। বনবিবি তলা সিআরসির সভাপতি মোঃ রহিম গাজী , সম্পাদক আব্দুল জলিল গাজী, ক্যাশিয়ার হাফিজুর রহমান, সিসিডিবি সংস্থার পিসি আর সি বি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিস্টার সুজন বিশ্বাস, হিসাব রক্ষণ কর্মকর্তা মিস নেন্সি বিশ্বাস, মাঠ সংগঠক জগদীশ সরদার, দিল আফরোজ, থারম্যান আতিয়ারা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অমিতাভ হালদার। উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সামাজিক বন বিভাগের প্লান্টেশন অফিসার সিসিডিবি সংস্থার মহতি উদ্যোগের জন্য সিসিডিবিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন এ ধরনের সামাজিক বনায়ন ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply