শ্যামনগর প্রতিনিধি:“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে যাত্রা শুরু করেছে মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা।
বুধবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্ দিয়ে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সংস্থার নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার), সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক বিলাল হোসেন (সভাপতি, সুন্দরবন প্রেসক্লাব) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক আব্দুর রশিদ।
আয়োজকরা জানান, মানবতার সেবায় রক্তদানের মতো মহৎ কার্যক্রমকে সার্বজনীন আন্দোলনে রূপ দিতে এ সংগঠন নিবেদিত থাকবে। রক্তের অভাবে কোনো রোগী যেন মৃত্যুবরণ না করে—এ লক্ষ্যকে সামনে রেখে সংস্থার পথচলা শুরু হয়েছে।
সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য বলেন, “মানবতার ডাকেই আমাদের এই উদ্যোগ। সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে যেন রক্তের অভাবে কারো জীবন ঝরে না যায়।”
সহ-সভাপতি সাংবাদিক বিলাল হোসেন আশা প্রকাশ করে বলেন, “এটি হবে শ্যামনগরের একটি অগ্রণী মানবসেবামূলক সংগঠন। তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা মানবতার প্রকৃত দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”
সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রশিদ বলেন, “রক্তদানের পাশাপাশি মানবিক যেকোনো দুর্যোগে আমাদের সংগঠন পাশে থাকবে। এটি হবে মানুষের জন্য মানুষের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।”
স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, সুধীজন ও তরুণ প্রজন্ম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন।শ্যামনগরে মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার এই সূচনা নিঃসন্দেহে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে
Design & Developed BY- zahidit.com
Leave a Reply