আঃ রশিদ(ঈশ্বরীপুর)প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন যুব-বিভাগের উদ্যোগে এক নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটিতে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব-বিভাগের সভাপতি মো: নাজমুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগ্রামী সেক্রেটারি মো: আল-আমীন হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামি শ্যামনগর উপজেলা যুব-বিভাগের সংগ্রামী সভাপতি মো: সাঈদী হাসান বুলবুল বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে সংগঠনের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির গাজী আবুল হুসাইন। তিনি বলেন, “ইউনিয়ন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের প্রতিটি ওয়ার্ডে নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করা জরুরি। সাধারণ মানুষের কাছে সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরতে হবে।”
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আজহারুল ইসলাম এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীলরা। তারা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, নির্বাচন শুধু ভোটের প্রতিযোগিতা নয়; এটি একটি আদর্শিক সংগ্রাম। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই প্রকৃত বিজয় সম্ভব। তাই মাঠ পর্যায়ে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply