,

শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন আগামী ০৩ রা অক্টোবর অনুষ্ঠিত হবে

মোঃ হাফিজুর রহমান,নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়নে ০৯ টি ওয়ার্ডের বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন আগামী শুক্রবার , ০৩ রা অক্টোবর অনুষ্ঠিত হবে।

ভোটগ্রহণ চলবে বেলা ০৩ টা থেকে বিকেল ০৬ টা পর্যন্ত। নির্বাচনের জন্য প্রস্তুত করা হয়েছে কাশিমাড়ী ইউনিয়নে জয়নগর আমিনিয়া হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাকে। নির্বাচনে প্রত্যেকটি ওয়ার্ড থেকে তিনটি পদে (সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক) পদে কয়েক ডজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতা-কর্মীদের মাঝে নির্বাচনী হাওয়া বইছে। প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যাশা করি, সবাই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতারা বলেন,
এই কাউন্সিলের মাধ্যমে তৃণমূল বিএনপির নেতৃত্ব আরো শক্তিশালী হবে। আমরা গণতন্ত্রের চর্চা বিশ্বাস করি।সর্বশেষ, ইউনিয়নের সকল ভোটারদের যথাসময়ে ভোটকেন্দ্রে এসে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়েছে।নির্বাচনকে ঘিরে এলাকায় এখন উৎসবের আমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *