,

শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকদের উপর পুলিশের নির্যাতন হত্যার প্রতিবাদে মানববন্ধন

হাবিবুল্লাহ বাহার,স্টাফ রিপোর্টারঃ
সোমবার সকাল ৯ ঘটিকায় নওয়াবেঁকী বাজার স্ট্যান্ডে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে শিক্ষকদের উপর পুলিশ নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও ছাত্র-ছাত্রী বৃন্দ ।
মানববন্ধনে মাওলানা হাবিবুল্লাহ বাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন। মাদ্রাসার অধ্যায়নরত ছাত্রছাত্রীরা

এসময় ছাত্র-ছাত্রীরা বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতকরা ২০ ভাগ ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের শতকরা ৭৫ ভাগ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে। তারা ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করলেও মানুষ গড়ার কারিগর শিক্ষকদের উপর পুলিশ হামলা করে রক্তাক্ত করেছে।আমরা ধিক্কার জানাই যে সমস্ত পুলিশ প্রশাসন কনস্টেবল, আমাদের মোমবাতির মত শিক্ষকদেরকে নির্যাতন ও হত্যা করে নিভিয়ে দেওয়ার পায়তারা করছে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই, এবং
আমরা শিক্ষকদের উপর পুলিশ নির্যাতন হত্যার এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *