,

সামাজিক অবক্ষয় রোধে শিক্ষকদের ভূমিকা অপরিসীম

রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রামপালে সামাজিক অবক্ষয় রোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, নৈতিক শিক্ষা ছাড়া সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। বাবা-মা সন্তানকে জন্ম দেন, কিন্তু মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষকরা। যে সমাজে শিক্ষকের সম্মান নেই, সেই সমাজকে মনুষ্য সমাজ বলা যায় না।
বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারদার ফিরোজ আহম্মদের সভাপতিত্বে এবং সন্ন্যাসী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে মল্লিকেরবেড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র শিউলি, ছোট সন্নাসী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, গফুর মেমোরিয়াল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় ডাকুয়া, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, সহকারী শিক্ষিকা শামীম আরা শিপ্রা, ইসমত আরা, চন্ডিতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিন হাওলাদার, সন্নাসী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষাক তুষার কান্তি মৃধা, সহকারী শিক্ষক তালুকদার তায়েব আলী, সহকারী শিক্ষক নিগার সুলতানা প্রমুখ। সভায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *