মোঃ আল আমিন গাজী,শ্যামনগর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালনি ইউনিয়নের যৌথ উদ্যোগে সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে এক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের আয়োজন করা হয় স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবের সহধর্মিনীর সুস্থতা কামনায়, যিনি বর্তমানে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য মোঃ শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ সালাউদ্দিন আল গালিব জিকো, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুজার গাজী, শ্যামনগর উপজেলা তরুণ দলের আহবায়ক জয়নাল মল্লিক, যুগ্ম আহবায়ক আব্দুল হালিম সহ মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালনি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করা হয়।
অনুষ্ঠানের শেষে দলের নেতাকর্মীরা বিএনপির চলমান আন্দোলন ও কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply