,

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া নেমে এলাকায়

লুৎফর সিকদার,গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ ফয়সাল (২২) নামে ঢাকা কলেজে পড়ুয়া এক ছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের কামাল শেখের ছেলে এবং এবছর গোপালগঞ্জ সরকারী কলেজ থেকে এইচ এসসি পাস করে অনার্সে ভর্তির জন্য় ইউজিসিতে কোচিং করছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৭টার দিকে শহরতলীর চরপাথালিয়া গ্রামে এই ঘটনা ঘটে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাকিল আহম্মেদ কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পারাপার হচ্ছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে সাকিল নিহত হয় বলে জানাগেছে। এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলার গোবরা থেকে রাজশাহী যাচ্ছিল।
গোপালগঞ্জ রেল স্টেশন মাস্টার রত্না বৈদ্য জানান, এলাকাবাসী আমাকে খবর দিলে আমি রেল পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একজন কলেজ ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *