,

নোয়াখালী ঘরে ডুকে গৃহবধু কে ধর্ষন ধর্ষক গ্রেপ্তার

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জে রাতের আধারে ঘরে ঢুকে এক গৃহবধূকে(৩০) ধর্ষনের ঘটনায় ধর্ষক স্বপন ওরফে ভেজাল স্বপনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের কালিতলা এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতার স্বপন কালিতলা এলাকার নাপিত বাড়ির ছোলেমানের পুত্র। তার স্ত্রী ও সংসারে ৪ মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সাথে বনিবনা না হওয়ায়
ওই গৃহবধু বাবার বাড়িতে থাকেন। গৃহবধুর এক সন্তানের জননী, ছেলে একটি মাদ্রাসায় আবাসিকে থেকে পড়া লেখা করে। স্বপন প্রায় সময় গৃহবধুকে উক্ত্যাক্ত করতো। গত বুধবার(২২ অক্টোবর) রাতে গৃহবধু তার শয়ন কক্ষে একা ঘুমান। গভীর রাতে লম্পট স্বপন তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষন করে। তার চিৎকারে পাশে রুমে থাকা গৃহবধুর পরিবারের সদস্যরা এগিয়ে আসলে ধর্ষক স্বপন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে গৃহবধু থানায় অভিযোগ দিলে পুলিশ ধর্ষক স্বপনকে গ্রেফতার করে। স্বপনের বিরুদ্ধে ইয়াবাসহ মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং তৈরী করে এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ড করার অভিযোগ রয়েছে। স্বপন নামকাওয়াস্তে একটি দোকান দিয়ে সেখানে নিয়মিত মাদকের আড্ডা, জুয়া খেলাসহ বিভিন্ন অপরাধের আখড়ায় পরিণত করেছে। তার কিশোর গ্যাং এর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এলাকাবাসী ধর্ষক ও নানা অপকর্মের হোতা স্বপন ওরফে ভেজার স্বপনের উপযুক্ত বিচার দাবী করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *