মোঃ আল আমিন গাজী,শ্যামনগর মুন্সিগঞ্জ প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লিডার্স এর প্রধান কার্যালয়ে সুন্দরবনের ওপর নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সুন্দরবনে মৎস্যজীবীদের জন্য টেকসই মৎস্য সম্পদ ও জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষ্যে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা” প্রকল্পের আওতায় মেরিডিয়ান ইনস্টিটিউটের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, চলতি বছরের জুন মাসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রথম কিস্তিতে উপকারভোগী নারীদের হাতে ১০,০০০ টাকা করে প্রদান করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় কিস্তিতেও আরও ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা প্রদান করা হয়। এদিন মোট ১০ জন নারীকে সর্বমোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, মুনসিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান এবং সুন্দরবন প্রেসক্লাবের সদস্য আব্দুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স-এর ZSP প্রকল্পের টিম লিডার অসিত মণ্ডল, ব্লু কার্বন প্রকল্পের একাউন্ট্যান্ট মিলন মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“সুন্দরবনের সম্পদ রক্ষা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই জীবিকা সৃষ্টিতে নারীদের ভূমিকা অনস্বীকার্য। লিডার্স-এর এ উদ্যোগ সুন্দরবননির্ভর মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।”
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে প্রকল্পটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা লিডার্স এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিকল্প আয়ের মাধ্যমে নিজেদের জীবনমান উন্নয়ন ও সুন্দরবনের ওপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply