রামপাল (বাগেরহাট) থেকে লায়লা সুলতানাঃ রামপালে প্লাস্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধে সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইয়োথ ফর দ্যা সুন্দরবনের সাবেক আহবায়ক এম, আর সিফাতের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, প্রেসক্লাবের সহসভাপতি ও বেলা সদস্য এ, এইচ নান্টু, সাংগঠনিক সম্পাদক ও পরিবেশ যোদ্ধা মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাগেরহাট জেলা রূপান্তরের সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। ইয়োথ ফর দ্য সুন্দরবনের আহবায়ক রাসেল শেখ, সদস্য সচিব ফারুক শেখ, সদস্যরা হলেন প্রান্ত বাছাড়, রনি ও প্রোঞ্জয় মন্ডল প্রমুখ। কর্মশালায় সুন্দরবন কে দুষণমুক্ত করতে এবং প্লাস্টিক পলিথিনের ব্যাবহার কমিয়ে আনার জন্য নানামুখী উদ্যোগ গ্রাহন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে রামপালে ইতিমধ্যে রূপান্তরের মাধ্যমে ইয়োথ ফর দ্যা সুন্দরবনের যুব ও যুবারা কি কি পদক্ষেপ গ্রাহন করেছে এবং এর ফলে কি ধরণের সুফল মিলেছে তার বিবরণ তুলে ধরেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply