লুৎফর সিকদার,গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ টেকেরহাট সড়কের গান্ধিয়াসুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রোববার মধ্য রাতে খুলনা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের গান্ধিয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের পুত্র সরোজ ভট্টাচার্য (৬০) ও মোটরসাইকেল চালক একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের পুত্র বিজয় বিশ্বাস (২২)।
পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন জানান, রাতে একটি মোটরসাইকেলে করে বিজয় বিশ্বাস ও সরোজ ভট্টাচার্য বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বিজয় বিশ্বাস নিহত হন ও আরোহী সরোজ ভট্টাচার্য মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা সবুজকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply