,

গনভোট ও ৫দফা দাবীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণভোটসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ—নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়। এতে জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন নিয়ে অংশ নেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পাঁচ দফা দাবি বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জুলাই সনদের আইনি ভিত্তি সুস্পষ্ট করার পাশাপাশি গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।

অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে এ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *