রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানাঃ রামপালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ফয়লাহাটের রোনসেন এলাকায় মিতালী ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তাৎক্ষণিকভাবে জরিমানার ১৫ হাজার টাকা আদায় করা হয়।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ভোক্তার অধিকার লঙ্ঘন ও অনিয়মের প্রমাণ পান। তিনি মোবাইল কোর্টের মাধ্যমে সরোজমিনে অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বাজারে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও ভোক্তা সেবায় কোন অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply