,

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নোয়াখালী হবে সিঙ্গাপুর- মোঃ ফখরুল ইসলাম

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালী ০৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট ও  সদরের আংশিক সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানেরশীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে নির্বাচনী সমাবেশে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর তিনি প্রধানমন্ত্রী হলে নদীভাঙ্গা কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কবিরহাটে এক বিশাল নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আমাদের দলে অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি মনে করি সবাই যোগ্য ছিলেন। কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা আমাকে নয় তারেক রহমানের ধানের শীষে ভোট দিন।
নির্বাচনি এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরর মতো আমার কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। এর জন্য আমার বাসায় মাছ-মাংস বা দধি দিতে হবে না। আর আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আমার সঙ্গে দেখা করতে কোনো মামা, খালুর দরকার হবে না।
তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলেও সবাই আমাকে পছন্দ নাও করতে পারেন। তবে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘাঁটি হিসেবে আরেকবার প্রতিষ্ঠিত করুন।
উক্ত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক, মাহবুব আলমগীর আলো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডঃ এবি এম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়ত হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও  কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, কামাল হোসেন সৌরভ। নোয়াখালী জেলা বিএনপির সদস্য, গোলাম মোমিত ফয়সাল। নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য নাজমুল হুদা ফরহাদ। নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য নুরউল্লাহ সাহাব উদ্দিন। উক্ত নির্বাচনী সমাবেশের সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, কামরুল হুদা চৌধুরী লিটন। সঞ্চালনা করেন কবিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব, বেলায়েত হোসেন খোকন। আরও উপস্থিত নোয়াখালী জেলা বিএনপি ও নোয়াখালী ০৫ আসনের  নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *