,

খুলনায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধিঃ জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে খুলনায় জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতা।

এ সময় অনেকে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন।

জুলাইয়ের অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ছাত্রজনতার একদল সদস্য জড়ো হন।

তারা রায়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন। একই সাথে তারা শেখ হাসিনার ছবি পদদলিত করেন।

খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হামিম রাহাত বলেন, “ফ্যাসিস্ট খুনী হাসিনার সর্বোচ্চ রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বাংলানিউজকে বলেন, খুনী হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে৷ দেড় হাজার শহীদ আর ৩০ হাজার পঙ্গুত্বের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে আর কেউ যেনো হাসিনার মতো রক্ত চোষা স্বৈরাচার হয়ে উঠতে না পারে তার জন্য হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর করতে হবে৷ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো৷ ইনশাআল্লাহ৷

এদিকে, রায়কে কেন্দ্র করে খুলনা মহানগরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রায় উপলক্ষ্যে খুলনা মহানগরীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। র‌্যারে টহল দল বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *