ডেস্ক রিপোর্টঃগোপালগঞ্জে কোটালীপাড়ায় ভাঙাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে লালমোন নেছা (৫৫) নামে এক নারী আহত হয়েছেন।
তিনি কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলী সরদারের স্ত্রী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙাড়ি মাল সংগ্রহ করে রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের ২৫/৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় তিনি টোকানো মালামাল নিয়ে নাড়াচাড়া করছিলেন। এর মধ্যে গোলাকৃতির একটি বস্তু দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে গেলে তা বিস্ফোরিত হয়। এতে তার বাম হাত ও মুখের বাম পাশে আঘাত লাগে। বেশ রক্তক্ষরণও হয়।
রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, তাদের হোটেল থেকে কিছুটা দূরে এ ঘটনা ঘটে। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে বাইরে গিয়ে দেখি ওই নারী আহত হয়েছেন। তাকে আমরা দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।
কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. আবির আহম্মেদ জানিয়েছেন, ককটেল জাতীয় কিছু বিস্ফোরিত হয়ে ওই নারী আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দোকার হাফিজুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত ১৬ নভেম্বর রাতে কোটালীপাড়ায় থানায় একটি ও উপজেলা পরিষদের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে থানায় দায়িত্বরত এক নারী পুলিশ সদস্যসহ তিন পুলিশ সদস্য আহত হন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply