অনলাইন ডেস্কঃমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কমিটি আলেম-ওলামাদের পরামর্শে হওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুল ইসলাম। আজ রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আমিরে জামায়াত বলেন, নবীজির সমাজকে বাদ দিয়ে মনগড়া সমাজ গড়ে তুললে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের মসজিদ কমিটিগুলো হবে ইমাম এবং খতিবদের পরামর্শে। তাদের বাদ দিয়ে নয়, তাদের সহযোগিতার জন্য হবে কমিটি।
তিনি বলেন, ইমাম ও আলেম-ওলামাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে উঠবে। আজও আমরা আপনাদের পেছনে, আগামীতেও আপনাদের পেছনে থাকব। আপনাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে উঠুক।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply