মোঃ আবুল বাসার,নিজস্ব প্রতিনিধি নোয়াখালীঃ বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নোয়াখালী সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন।
২২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বেলাল হোসেন সুমন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের কয়েকদিন পর তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হয়।
এদিকে মঙ্গলবার বিকেলে বেলাল হোসেন সুমন উপজেলার সীমান্তে পৌঁছালে নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান। পরে শত শত নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে সুবর্ণচর উপজেলায় নিয়ে আসেন। এসময় পথে পথে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বৈরাগী বাজারে সংক্ষিপ্ত সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন বেলাল হোসেন সুমন। এসময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সকল নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply