বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা শংকরপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের পরিশ্রমে উৎপাদিত ধান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতে উপজেলার শংকরপুর-কুলবাড়ীয়া মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক রাজু পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। সংসারের খরচ চালাতে তিনি অতিরিক্ত আয়ের আশায় ১০ কাঠা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিলেন। কষ্ট করে উৎপাদিত ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখা ছিল। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক রাজু বলেন, সারা বছরের আশা-ভরসার ধান ছিল এগুলো। ভোরে এসে দেখি কিছুই আর নেই। কে আগুন দিয়েছে জানি না, তবে ইচ্ছাকৃতভাবেই ক্ষতি করা হয়েছে।
রাজুর স্ত্রী জানান, তারা নিজেদের শ্রমে ধানের পরিচর্যা করেন। পরিচর্যার পেছনে যে খরচ হয়, তা দিয়েই তাদের সন্তানদের পড়াশোনার ব্যয় চলে। ধান পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা।
স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
বিষয়টি নিয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply