,

রামপালে ডক্টর ফরিদের কৃষকদের মাঝে উন্নত ধান বীজ বিতরণ

রামপাল (বাগেরহাট) থেকে,লায়লা সুলতানাঃ রামপালে বিএনপির পক্ষ থেকে কৃষকদের মাঝে উন্নতমানের ধান বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শতাধিক কৃষকের মাঝে এ বীজ বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি কৃষকদের জন্য কাজ করছে। বিএনপি কৃষকদের দল। আগামীতে বিএনপি কাজ করার সুযোগ পেলে কৃষকদের স্বার্থে কৃষি কার্ড চালু করবে। কৃষিঋণ আরো সহজ করা হবে। বাংলাদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা সর্বাগ্রে কৃষি ও কৃষককে প্রাধান্য দিবো। উপকূলীয় এএলাকায় লবন সহিঞ্চু জাতের ধান ও অন্যান্য ফসল ফলাতে আরো উন্নত গবেষণা করে কৃষিকে সমৃদ্ধ করা হবে। বিশেষ করে প্রান্তিক কৃষকদের বিশেষ প্রণোদনার ব্যাবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *