ডেস্ক রিপোর্টঃআগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে ভীড় জমাতে নিষেধ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান।
মঙ্গলবার, যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচিতে এই নির্দেশনা দেন তিনি। তিনি বলেন ‘দয়া করে আমি দেশে ফেরার দিন কেউ এয়ারপোর্টে এসে ভীড় জমাবেন না।’
তিনি আরো বলেন, যারা আমার অনুরোধ অমান্য করবেন এবং বিমানবন্দরে ভীড় জমাবেন, আমি ভেবে নিবো তারা প্রত্যেকেই স্বার্থন্বেসী এবং দলের প্রতি অশ্রদ্ধাশীল।
আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি। তাই আপনাদের কাছে বিদায় নিতে এসেছি। আপনারা স্লোগান না দিয়ে সবাই শান্ত হয়ে বসুন। আসুন আমরা কিছু মতবিনিময় করি’— যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এভাবেই কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
দেশে ফেরার আগে এটিই লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি বলে জানা গেছে। আয়োজকরা জানান, এ অনুষ্ঠানের মধ্য দিয়েই যুক্তরাজ্যের নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন তিনি।
সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply