নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীতে জান্নাতারা রুমি (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন ২৫/৭/১ নাম্বার হোল্ডিংয়ের জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, তিনি এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী ছিলেন।
জানা যায়, জান্নাতারা রুমির (৩০) পিতার নাম মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার এসআই মতিউর রহমান জানান, সে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে শোনা যাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
মৃত্যুর আগে দেওয়া জান্নাতারার একটি ভিডিও বার্তা নিউজ টোয়েন্টিফোরের হাতে এসেছে। সেখানে জান্নাতারা নিজেকে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply