মোঃ আবুল বাসার,নিজস্ব প্রতিনিধি,নোয়াখালীঃগত পনের বছরের ফ্যাসিবাদ থেকে দেশের মানুষের গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোচ্চার ভূমিকা রেখে আসছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আয়োজিত “বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ–২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈকত সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচের আয়োজন করে সদর ও সুবর্ণচর উপজেলা ছাত্রদল।
নাছির উদ্দিন নাছির বলেন, তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, ভিন্ন রাজনৈতিক মতের মানুষ এবং সাধারণ জনগণ ও মনে করছেন তারেক রহমানের দেশে ফেরা একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। ঢাকায় বিপুল সংখ্যক মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওসমান হাদীর প্রসঙ্গ টেনে নাছির বলেন, ওসমান হাদীর সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি বিশ্বাস করতেন,গণতন্ত্র চর্চার মাধ্যমেই একটি দেশ এগিয়ে যায়। তাঁর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ও উদ্বেগ প্রকাশ করেন ছাত্রদল নেতা। তিনি বলেন, ওসমান হাদী জীবিত থাকাকালে গণমাধ্যমের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। অথচ বর্তমানে একটি পক্ষ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে গণমাধ্যমের ওপর হামলা চালাচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রসঙ্গে নাছির উদ্দিন নাছির বলেন, একটি পক্ষ শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেও বাস্তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব একাধিক ব্যক্তি পালন করছেন। প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী ও গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছেন বলে উল্লেখ করে তিনি বলেন, “তাহলে শুধু একজনের পদত্যাগ কেন চাওয়া হচ্ছে—এই প্রশ্নের জবাব জাতি জানতে চায়।
খেলায় ‘তারুণ্যের সুবর্ণচর’ ও ‘অদম্য সদর’ নামে দুটি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ‘তারুণ্যের সুবর্ণচর’ দল জয় লাভ করে। খেলাকে কেন্দ্র করে মাঠে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply