,

চাঁপাইনবাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া শিশু ফুলবাড়ীতে,, পরিবারের কাছে হস্তান্তর

সাজু আহমেদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া এক শিশু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় উদ্ধার হওয়ার পর প্রশাসনের সহায়তায় অবশেষে তার পরিবারের কাছে ফিরেছে।
উদ্ধার হওয়া শিশুটির নাম মোহাম্মদ সিদ্দিক সাদমান ইয়াসির। তার পিতার নাম শাহাদত হোসেন এবং মাতার নাম সালেহা খাতুন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ থানাধীন হরিপুর গ্রাম, বোডঘর ভূইশালপাড়া এলাকায়।
জানা যায়,২১/১২/২০২৫, আনুমানিক,সন্ধ্যা ৬টায়, পারিবারিক কারণে বাসায় রাগারাগির একপর্যায়ে শিশুটি বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে পৌঁছে সেখান থেকে একটি ট্রেনে উঠে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এসে পৌঁছায়। ফুলবাড়ীতে এসে শিশুটি কান্নাকাটি করতে থাকলে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি।
পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি ফুলবাড়ী থানায় অবহিত করলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে থানায় নিয়ে গিয়ে নারী ও শিশু বিষয়ক কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে শিশুটিকে সমাজসেবা কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়।
সমাজসেবা অধিদপ্তরের তৎপরতায় শিশুটির পরিচয় নিশ্চিত করা হয় এবং তার বাবা-মায়ের সন্ধান পাওয়া যায়। পরে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এবং সমাজসেবা অধিদপ্তরের মো. সানোয়ার হোসেন-এর উপস্থিতিতে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিশুকে ফিরে পেয়ে বাবা-মা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এ সময় তারা প্রশাসন স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের দ্রুত পদক্ষেপ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *