,

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আটুলিয়া ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

মনিরুজ্জামান জুলেটঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আটুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল এর নেতৃত্বে

নওয়াবেঁকী ফেরি ঘাট থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে এটি বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে আটুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব আব্দুল কলাম বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি এদেশের তরুণ ও যুবকদের আইকন। তিনি বিদেশের মাটিতে থেকেও যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তা অনন্য। তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘দেশনায়ক তারেক রহমান আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে শান্তি ও সমৃদ্ধির ধারা আরও বেগবান হবে। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *