শ্যামনগর প্রতিনিধি:শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী (নতুন বাজারের উত্তর পার্শ্ব ) গ্রামে সরকারি খাল (নয়ন খাল) দখল করে জমি তৈরি করার গুরুতর অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, খালের একটি বড় অংশ মাটি ও বালু ফেলে ভরাট করে সমতল করা হয়েছে, যা স্পষ্টভাবে সরকারি জলাধার দখলের চিত্র তুলে ধরে।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, খালের স্বাভাবিক প্রস্থ সংকুচিত হয়ে গেছে। একদিকে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত, অন্যদিকে বাঁশ, জাল ও মাটির বাঁধ দিয়ে খাল ঘিরে ব্যক্তিগত জমির মতো ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও খাল প্রায় মৃত অবস্থায় পরিণত হয়েছে। স্থানীয়দের ভাষায়, এটি ছিল এলাকার পানি নিষ্কাশনের অন্যতম প্রধান খাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিমাড়ী (নতুন বাজারের উত্তর পার্শ্ব ) গ্রামের মোঃ ওজিয়ার গাজীর পুত্র মোঃ আকবর হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই খালটি দখল করে ভরাট করছেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধাপে ধাপে খাল ভরাট করে জমিতে রূপান্তর করা হচ্ছে।
গ্রামবাসীরা জানান, বর্ষা মৌসুমে এই খাল দিয়েই আশপাশের কৃষিজমি ও বসতবাড়ির পানি বের হয়ে যেত। কিন্তু বর্তমানে খাল দখল হয়ে যাওয়ায় এলাকায় চরম জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নিচু এলাকার জমিতে পানি জমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন।
এই জায়গাটা কয়েক বছর আগেও পুরো খাল ছিল। এখন মাটি ফেলে জমি বানানো হয়েছে। আমরা প্রতিবাদ করলে প্রভাবশালীদের ভয় দেখানো হয়।”
সরেজমিন পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, খালের ওপর কোনো বৈধ সীমানা চিহ্ন বা সরকারি অনুমোদনের সাইনবোর্ড নেই। বরং পরিকল্পিতভাবে খাল ভরাট করে ব্যক্তিগত স্থাপনা ও জমি সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আকবর হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সচেতন মহল মনে করছেন, সরকারি খাল দখল শুধু বেআইনি নয়, এটি পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি। দ্রুত সময়ের মধ্যে খাল দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে না আনলে কাশিমাড়ী (নতুন বাজার) এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।
স্থানীয়দের জোর দাবি, অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি খাল পুনরুদ্ধার করা হোক।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply