মুহাম্মাদ রুমান দেওয়ান,নারায়ণগঞ্জ সংবাদদাতা।।বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।
শোক সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের মানুষের জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply