ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপির সমর্থক নিজাম উদ্দিন আর নেই। শুক্রবার (৯ জানুয়ারি) রাত প্রায় ৩টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর। রাজনৈতিক বিশ্বাস থেকে নেওয়া দীর্ঘদিনের এক ব্যতিক্রমী প্রতিজ্ঞার কারণে স্থানীয়ভাবে তিনি পরিচিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধিঃ
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০১৪ সালের ৩১ মে থেকে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন নিজাম উদ্দিন ভাত খাননি। বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে তুলবেন না— এমন প্রতিজ্ঞা করেছিলেন তিনি। ওই বছরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হলে সেখানে সংঘটিত এক ঘটনার পর তিনি এই সিদ্ধান্ত নেন।
পরিবার ও এলাকাবাসী জানান, অনুষ্ঠানের সময় স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেওয়ায় নিজাম উদ্দিন চরমভাবে অপমানিত ও ক্ষুব্ধ হন। সেই ঘটনার পরই তিনি প্রতিজ্ঞা করেন, বিএনপি সরকার গঠন না করা পর্যন্ত ভাত খাবেন না। এরপর থেকে তিনি নিয়মিতভাবে কলার রুটি, চিড়া ও অন্যান্য শুকনো খাবার খেয়ে জীবনযাপন করতেন।
নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম জানান, পরিবার থেকে বহুবার তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবারই তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে নিজের কাছেই ছোট হয়ে যাবেন। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply