,

মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

লায়লা সুলতানা,মোংলা (বাগেরহাট): মোংলা উপজেলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোংলা নৌ-পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে নিহতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে বলে ধারণা করা হলেও তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে। মোংলা উপজেলার সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মোংলা নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি নদীর তীরে উপুড় হয়ে ভাসছিল। স্থানীয়দের সহায়তায় নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রথমে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে এবং পরে থানায় নিয়ে আসে। প্রাথমিক পর্যবেক্ষণে নিহত ব্যক্তির শরীরে কোনো দৃশ্যমান আঘাত, ক্ষতচিহ্ন কিংবা রক্তক্ষরণের আলামত পাওয়া যায়নি। ফলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল বেলায় স্থানীয় লোকজন পশুর নদীর তীরে একটি লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। বাহ্যিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরনে সাধারণ পোশাক ছিল, তবে তার কাছে কোনো পরিচয়পত্র বা কাগজপত্র পাওয়া যায়নি। ফলে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে এবং নিখোঁজ সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) আছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, নিহত ব্যক্তি হয়তো অন্য কোনো এলাকা থেকে নদীপথে এসে এখানে ভেসে উঠতে পারেন। কেউ কেউ আবার অসুস্থতাজনিত কারণে কিংবা পানিতে ডুবে মৃত্যুর সম্ভাবনার কথাও বলছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও উদ্বেগ দেখা গেছে। পশুর নদী মোংলা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় প্রায়ই বিভিন্ন নৌযান চলাচল করে। এ কারণে নদীতে দুর্ঘটনা, পানিতে পড়ে যাওয়া কিংবা অন্য কোনো ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কেউ নিখোঁজ হয়ে থাকলে বা নিহত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *